শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

এক পশলা বৃষ্টি By তুহিন

একাকী আমার জীবনটা অনেক ভালো ছিল ,যে জীবনে কোন স্বপ্ন ছিল না ,ছিল না কোন চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ,ছিল না কোন প্রাপ্তি আর হারানোর বেদনা ।হঠাৎ করে তোমার অল্প কিছু দিনের অবস্থান আমার জীবনটা কে বদলে দিল ।হ্যাঁ সত্যিই অনেক স্বপ্ন আর কিছু অন্য রকম অনুভূতি জন্মদিল আমার মাঝে ।কিন্তু এক পসলা বৃষ্টির মত হঠাৎ করে তোমারচলে যাওয়াটা অনেক বেশী বদলে ফেলেছে আমাকে ,আবার একা করে ফেলেছে আমাকে ।কিন্তু বিশ্বাস করো সেই একাকী জীবন আর আজকের এইএকাকীত্বতার মাঝে যে অনে ব্যবধান সেটা আমি বুঝি ।আমার সেই একাকী জীবন কোনদিনও দুঃখ দেয়নি আমাকে ,কিন্তু আজকের এই একাকীত্বতার জীবন একটু সুখদেয়নি আমাকে ,শুধু দিয়েছে চোখের কুনে কিছু অশ্রু ফোঁটা আর কিছু নির্ঘুমরাত ।

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

অমর প্রেম আমার by. তুহিন

বার বার অপলক দৃষ্টি নিয়ে দেখে যাই
তোমায়যতবার দেখি ,আর যতবার দেখেছি আপন
মনেতবুও বার বার অতৃপ্তি থেকে যায় ।ও চোখের
গহিনে যে স্বপ্ন দেখিদেখি বেঁচে থাকার প্রয়াস
,এ তো এ জন্মের নয়এ তো পূর্ব জন্মের ।তবু তোমাকে
দেখার সাধ মিটে না ।অপলক দৃষ্টি নিয়ে ততবার
দেখেছি যতবার বাঁচারআকুতি ছিলো হৃদে ।তবুও যে
অতৃপ্ত !তবে জেনে গেছি আমিহ্যাঁ খুব করে জেনে
গেছি এ জন্মে তোমায় দেখারতৃপ্তি হবে না ।
শর্তবিহীন আজীবন তোমাকে দেখার আদম্ম ইচ্ছে
কেবুকের রাজ ফটকে বন্দী করেশেষ বারবের মত
অপলক তোমায় দেখে দেখে যেতে যেতেচিৎকার
করে বলে যাবো ,এ জন্ম আমার বৃথা ,এ জন্ম আমার
নিরাশ ,তোমায় আরও দেখার ইচ্ছে ছিলো