শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

এক পশলা বৃষ্টি By তুহিন

একাকী আমার জীবনটা অনেক ভালো ছিল ,যে জীবনে কোন স্বপ্ন ছিল না ,ছিল না কোন চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ,ছিল না কোন প্রাপ্তি আর হারানোর বেদনা ।হঠাৎ করে তোমার অল্প কিছু দিনের অবস্থান আমার জীবনটা কে বদলে দিল ।হ্যাঁ সত্যিই অনেক স্বপ্ন আর কিছু অন্য রকম অনুভূতি জন্মদিল আমার মাঝে ।কিন্তু এক পসলা বৃষ্টির মত হঠাৎ করে তোমারচলে যাওয়াটা অনেক বেশী বদলে ফেলেছে আমাকে ,আবার একা করে ফেলেছে আমাকে ।কিন্তু বিশ্বাস করো সেই একাকী জীবন আর আজকের এইএকাকীত্বতার মাঝে যে অনে ব্যবধান সেটা আমি বুঝি ।আমার সেই একাকী জীবন কোনদিনও দুঃখ দেয়নি আমাকে ,কিন্তু আজকের এই একাকীত্বতার জীবন একটু সুখদেয়নি আমাকে ,শুধু দিয়েছে চোখের কুনে কিছু অশ্রু ফোঁটা আর কিছু নির্ঘুমরাত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন