॥ভালবাসা , নাকি মোহ ? ॥
- -
দু'মাস আগেও যে মেয়েটাকে আমার কাছে অপরুপা ,
অনন্যা লাগছিল আজ তাকে খুবই এভারেজ লাগছে ।
আগে যে মেয়েটাকে দেখলে বুকের বাঁ'পাশটায়
চিনচিনে ব্যাথা করতো , এখন তার দিকে আর ফিরে
তাকাতেও ইচ্ছে করে না ।
এক সময় যাকে না পেলে মরে যাব ভাবতাম , এখন
মনেহয় . . . ধুর ! যত্তসব ফালতু ভাবনা ! !
এর কারন কি বলেনতো ?
উত্তরটা খুবই সহজ । এই দু'মাসে আমি ঐ মেয়ের
চাইতেও সুন্দরী , আকর্ষনীয় এক বা একাধিক
মেয়েকে দেখেছি । তাই স্বাভাবিকভাবেই আগের
মেয়েটার প্রতি আমার আকর্ষন কমে গেছে ।
আসলে ঐ মেয়েটাকে আমি কখনোই ভালবাসিনি ।
যদি ভালবাসতাম তবে অন্য মেয়ের সাথে তাকে
কখনোই তুলনা করতাম না । ঐ মেয়ের প্রতি আমার
যা ছিল , সেটা স্রেফ একটা মোহ ।
আর আমরা ভুলটা করি এখানেই , মোহটাকে
ভালবাসা ভেবে বসে থাকি । তারপর যা হবার তাই
হয় . .
আসলে একটা কথা কি . . . যাকে মন থেকে
ভালবাসবেন তাকে কখনোই নিজের কাছে অসুন্দরী
মনে হবে না । হাজার সুন্দরীদের ভিড়েও তাকে
সবচেয়ে আলাদা এবং ইউনিক মনে হবে ।
এবার নিজেই সিদ্ধান্ত নিন . . . যাকে ভালবাসেন
ভাবছেন তাকে সত্যিই ভালবাসেন কি-না ।
- -
পোষ্টটি Radiomunna.com page থেকে কপি করা হয়েছে।
- -
দু'মাস আগেও যে মেয়েটাকে আমার কাছে অপরুপা ,
অনন্যা লাগছিল আজ তাকে খুবই এভারেজ লাগছে ।
আগে যে মেয়েটাকে দেখলে বুকের বাঁ'পাশটায়
চিনচিনে ব্যাথা করতো , এখন তার দিকে আর ফিরে
তাকাতেও ইচ্ছে করে না ।
এক সময় যাকে না পেলে মরে যাব ভাবতাম , এখন
মনেহয় . . . ধুর ! যত্তসব ফালতু ভাবনা ! !
এর কারন কি বলেনতো ?
উত্তরটা খুবই সহজ । এই দু'মাসে আমি ঐ মেয়ের
চাইতেও সুন্দরী , আকর্ষনীয় এক বা একাধিক
মেয়েকে দেখেছি । তাই স্বাভাবিকভাবেই আগের
মেয়েটার প্রতি আমার আকর্ষন কমে গেছে ।
আসলে ঐ মেয়েটাকে আমি কখনোই ভালবাসিনি ।
যদি ভালবাসতাম তবে অন্য মেয়ের সাথে তাকে
কখনোই তুলনা করতাম না । ঐ মেয়ের প্রতি আমার
যা ছিল , সেটা স্রেফ একটা মোহ ।
আর আমরা ভুলটা করি এখানেই , মোহটাকে
ভালবাসা ভেবে বসে থাকি । তারপর যা হবার তাই
হয় . .
আসলে একটা কথা কি . . . যাকে মন থেকে
ভালবাসবেন তাকে কখনোই নিজের কাছে অসুন্দরী
মনে হবে না । হাজার সুন্দরীদের ভিড়েও তাকে
সবচেয়ে আলাদা এবং ইউনিক মনে হবে ।
এবার নিজেই সিদ্ধান্ত নিন . . . যাকে ভালবাসেন
ভাবছেন তাকে সত্যিই ভালবাসেন কি-না ।
- -
পোষ্টটি Radiomunna.com page থেকে কপি করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন