বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

জোকস Posted by TuHiN & Hemayet

কিছো অদ্ভুদ প্রশ্ন ও তার সঠিক জবাব মজা না
পেলে বললাম কি!
১) প্রশ্নঃ কোন জিনিসটা করলে, ভিতর থেকে
বাচ্চা
বের হয়ে আসে ??
উত্তরঃএইটা হচ্ছে স্কুলের ছুটির ঘন্টা। ____
২) প্রশ্নঃ একটা মেয়ে তার পরনের সব কাপড়
ফেলে
দিলে এরপর কি হয় ??
উত্তরঃ কি আর হবে ,খালি আলমারি থাকবে !
আপনে
কি ভাবছিলেন ?
৩) প্রশ্নঃ বলা হয় , মেয়েদের হাতে নাকি অনেক
জাদু আছে !
আসলেই , দেখেন না , ক্যামনে দুই
ইঞ্চি
জিনিসটারে ছয়
ইঞ্চি বানায়া ফেলে !!বলেন তো জিনিসটা কি??
উত্তরঃ এই যে হ্যালো , আমি রুটি বানানোর কথা
বলছিলাম।
৪) এমন কি জিনিস যেটা টিপতে যুবক ছেলেরা
বেশি মজা পায়??
উত্তরঃআরে না!!!!এইটা হবে মোবাইল ফোন।
৫) এমন কি জিনিস যেটা মেয়েদের খুব পছন্দ??
উত্তরঃ টাকারে মামা টাকা। টাকা আছে তো
জি.এফ আছে,, টাকা নাই জি.এফও নাই।
৬) এমন কি জিনিস আছে যেটার সামনে মেয়েরা
গেলে গরম হয়ে যায়??
উত্তরঃ রান্নাঘরের চুলা।
প্রশ্ন৭:এমন কি জিনিস যেটা উপরে তুলতে বা
উঠাতে বললে মেয়েরা রাগ করে???
উত্তর :কুয়া থেকে পানি উঠাতে বললে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন