আকাশ নীল আর শান্ত সমূদ্র নীল
মাঝে ভাসায় শঙ্খের সরু ডানা সাদা,
অথচ কবিতা বিবর্ণ দিন দিন।
সমূদ্র পারের ছোট শান্ত শহরের রঙ,
গাঢ় সবুজ হালকা হরিদ্রাভ বৃক্ষ গুল্মে
যেখানে যেমন মোড় যেমন বাঁক
যেমন ভাজ তেমন সাজ ।
সবুজ পাহাড়ের কোলে ঝুলে আছে
নানা রঙের ঘর বাড়ী,
কর্মব্যস্ত মায়ের আঁচলে বাঁধা শিশুর মতো।
আপন গতিতেই চলছে ব্রহ্মান্ড
ভালোবাসা যেমন ছিল হেরফের নেই বিন্দুসম
পূর্ব পশ্চিমে সূর্য উদয়াস্ত এখনো,
কবিতাই বিচ্যুতি হচ্ছে নিজস্ব কক্ষপথ থেকে।
সোমালিয়া কঙ্গোর মানুষের সুস্থতা, একটু
দীর্ঘায়ু আশা,
ইউরোপ আমেরিকা, অষ্ট্রেলিয়ায় অমরত্বের তৃষ্ণা
মহাশূন্যে ঘর বাঁধার বাসনা, সবই আছে পেয়ে না
পেয়ে,
কবিতাই শুধু আশাহত আমাদের গণতন্ত্রের মতো।
মাঝে ভাসায় শঙ্খের সরু ডানা সাদা,
অথচ কবিতা বিবর্ণ দিন দিন।
সমূদ্র পারের ছোট শান্ত শহরের রঙ,
গাঢ় সবুজ হালকা হরিদ্রাভ বৃক্ষ গুল্মে
যেখানে যেমন মোড় যেমন বাঁক
যেমন ভাজ তেমন সাজ ।
সবুজ পাহাড়ের কোলে ঝুলে আছে
নানা রঙের ঘর বাড়ী,
কর্মব্যস্ত মায়ের আঁচলে বাঁধা শিশুর মতো।
আপন গতিতেই চলছে ব্রহ্মান্ড
ভালোবাসা যেমন ছিল হেরফের নেই বিন্দুসম
পূর্ব পশ্চিমে সূর্য উদয়াস্ত এখনো,
কবিতাই বিচ্যুতি হচ্ছে নিজস্ব কক্ষপথ থেকে।
সোমালিয়া কঙ্গোর মানুষের সুস্থতা, একটু
দীর্ঘায়ু আশা,
ইউরোপ আমেরিকা, অষ্ট্রেলিয়ায় অমরত্বের তৃষ্ণা
মহাশূন্যে ঘর বাঁধার বাসনা, সবই আছে পেয়ে না
পেয়ে,
কবিতাই শুধু আশাহত আমাদের গণতন্ত্রের মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন