বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

আমার একলা একটা দিন BY TuHiN

আমার একলা একটা দিন,
রৌদ্র-ছায়া বিহীন।
আমার একলা একটা রাত,
মেঘে ঢাকা চাঁদ।
আমার স্বপ্নগুলো,
পুরানো মলাটে মাখানো ধূলো।
আমার ইচ্ছেডানা,
যে পাখির পাখা মেলতে মানা।
আমার বেদনা ক্ষত,
ঘূণে ধরা বাশের মত।
আমার আনন্দের ক্ষণ,
ঘাসের উপর শিশিরবিন্দু স্থায়ী যতক্ষণ।
আমার জীবনের অঙ্ক,
মিছে মায়ায় সাজানো পালঙ্ক।
আমার জীবনের পাওয়া না পাওয়ার গল্প,
নীল আকাশে রঙীন ঘূড়ির উড়ে বেরানোর কল্প।
 copy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন