শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

যদি দেখা হয় posted by তুহিন

আবার যদি দেখা হয় সাঁ সাঁ সমূদ্র গর্জনে
অস্তায়মান সূর্যের লোহিত বর্ণে
রঙ লাগা মূখের উজ্জ্বল্য দিগন্ত ছাড়িয়ে
পশ্চিমাকাশ পানে অবাক নয়নে তাকিয়ে।
আবার যদি দেখা হয় কৃষ্ণপক্ষের প্রথম চন্দ্র প্রহরে
কাছে আসা বড় বৃত্তাভ্যন্তরে
নরম সোনালী জোছোনায়
আমার সবুজে ঘেরা আঙ্গীনায়।
আবার যদি দেখা হয় জনাকীর্ণ নগরের ব্যস্ত পথে
ঘরে ফেরা মানুষের সাথে
শ্রমে ঘামে ভেজা একাকার দেহে
স্বাগত
তোমাকে বিপ্লবে বিদ্রোহে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন