বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

কল্পনার জগত by মানছুর

কল্পনাকে রং দিয়ে সাজিয়ে বাস্তবে পরিণত
করতে পারলে জীবনে সবচেয়ে বেশী ভাল লাগবে
যদি কল্পনাটা মধুর হয়|তবে কল্পনা যে সবসময় মধুর
হবে তা কি আর নিশ্চিত করা যায়!সুখের কল্পনা
করতে করতে দেখবেন হঠাৎ করেই মনের অজান্তে
দুখের কল্পনা চলে আসছে|কল্পনা অতীত,বর্তমান,ভব
িষ্যত সবকিছুকেই নিয়ে হতে পারে|তবে মানুষ
বর্তমানকে নিয়ে তেমন কল্পনা করেনা|কল্পনা করে
নাই এমন মানুষ পাওয়া যাবে না এমন নয়,যারা
জন্মের সাথে সাথেই মারা গেছে শুধু তারাই ঐ দলে|
আর সবাই কল্পনা নিয়ে ব্যস্ত থাকে|আর এই কল্পনার
মধ্যই আমরা হারিয়ে যাই সুখ কিংবা দুখের
পাথারে|কল্পনাকে কল্পনা করতে করতে আমরা চলে
যাব কল্পনার জগত সংসারকে ছেড়ে||.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন