,,,,,কিছু কথা,,,,,
যতক্ষণ ঘুমের রাজ্যে থাকা যায়,সেই সময়্টুকুই
নির্ভাবনায় কাটে,
জেগে উঠলেই, কোথা থেকে যেন চিন্তা
ভাবনাগুলো
এসে হানা দেয় প্রতিদিন প্রাতে।
ভাললাগেনা এত ভাবাভাবি,যে ভাবনা মনকে কেবল
করে নষ্ট,
কেন জীবনে দুঃখ আসে, ঘুরে ফিরে বারবার হানা
দেয় কষ্ট।
নির্ভাবনার দিন পেতে চাই,চাই রোদেলা হাসির
ঝঝমলে সুনীল আকাশ,
ফুলের মৌ মৌ সুবাস ছড়াবে জীবনে, প্রতিক্ষণে
মিষ্টি দখিনা বাতাস।
এমন দিন কবে দেবে তুমি,বেঁচে আছি সেই আশায়,
ভাবনা গুলো মনকে শুধুই ভাবায় আর কাঁদায়। সংগৃহিত
যতক্ষণ ঘুমের রাজ্যে থাকা যায়,সেই সময়্টুকুই
নির্ভাবনায় কাটে,
জেগে উঠলেই, কোথা থেকে যেন চিন্তা
ভাবনাগুলো
এসে হানা দেয় প্রতিদিন প্রাতে।
ভাললাগেনা এত ভাবাভাবি,যে ভাবনা মনকে কেবল
করে নষ্ট,
কেন জীবনে দুঃখ আসে, ঘুরে ফিরে বারবার হানা
দেয় কষ্ট।
নির্ভাবনার দিন পেতে চাই,চাই রোদেলা হাসির
ঝঝমলে সুনীল আকাশ,
ফুলের মৌ মৌ সুবাস ছড়াবে জীবনে, প্রতিক্ষণে
মিষ্টি দখিনা বাতাস।
এমন দিন কবে দেবে তুমি,বেঁচে আছি সেই আশায়,
ভাবনা গুলো মনকে শুধুই ভাবায় আর কাঁদায়। সংগৃহিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন