যে যেমন পারে চিনতে
সে তেমন পারে ভালোবাসা নিতে,
নিশ্চিত নয় এমন তত্ত্বে ।
অনেক চেনায় না হতে পারে জানা,অন্তরাত্মা ,
অল্প জানায় ভালোলাগা হতে পারে, একই পথে
যাত্রা।
যে যেমন পারে আবেগ লুকাতে
সে তেমন পারে বাস্তবে থাকতে,
সুখ সংসার নয় তাতে নিশ্চিত,
প্রকাশ্য দিবালোকের আবেগেও হতে পারে,
প্রপ্তি কিঞ্চিত।
যে যেমন পারে কষ্ট সইতে
সে তেমন পারে অন্যকে সুখ দিতে,
একেবারে থাকে না তাঁর বঞ্চনার ভয়,
কষ্ট প্রকাশেও শান্তি হয়,তবে যত্রতত্র নয়।
যে যেমন পারে করতে যাচাই, কষ্টি পাথরে,
সে তেমন বুঝে নেয় নিখাদ, নিজ অলংকারে,
না দেখেও অতো বেশী,
বুঝে নেয়া যেতে পারে স্বর্ণ হাসি।
যে পার হাসতে অল্প সুখে
সেই সহজে পারে বলতে, ভালোবাসি।
সে তেমন পারে ভালোবাসা নিতে,
নিশ্চিত নয় এমন তত্ত্বে ।
অনেক চেনায় না হতে পারে জানা,অন্তরাত্মা ,
অল্প জানায় ভালোলাগা হতে পারে, একই পথে
যাত্রা।
যে যেমন পারে আবেগ লুকাতে
সে তেমন পারে বাস্তবে থাকতে,
সুখ সংসার নয় তাতে নিশ্চিত,
প্রকাশ্য দিবালোকের আবেগেও হতে পারে,
প্রপ্তি কিঞ্চিত।
যে যেমন পারে কষ্ট সইতে
সে তেমন পারে অন্যকে সুখ দিতে,
একেবারে থাকে না তাঁর বঞ্চনার ভয়,
কষ্ট প্রকাশেও শান্তি হয়,তবে যত্রতত্র নয়।
যে যেমন পারে করতে যাচাই, কষ্টি পাথরে,
সে তেমন বুঝে নেয় নিখাদ, নিজ অলংকারে,
না দেখেও অতো বেশী,
বুঝে নেয়া যেতে পারে স্বর্ণ হাসি।
যে পার হাসতে অল্প সুখে
সেই সহজে পারে বলতে, ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন