দক্ষিণে যাব না ভুল করে
দেখব না, দিগন্ত ছুঁয়ে যাওয়া
বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠে
আনন্দে ঢেউ খেলে বাতাসে।
দেখব না,গর্জণ তোলা জোয়ারে
আঁচল উড়ানো স্নিগ্ধ হাওয়া
আলো আঁধারীর লাজ ঠোঁটে
সন্ধ্যা তারা জ্বলা আকাশে।
সবুজ মোড়া পাহাড় দেখতে
তাকাব না, অবাক চোখে উত্তরে
চাইব না শরৎ সকালে পূর্ব দিকে
দেখব না লোহিত দিগন্তে সূর্যদয়ে।
দশ দিকে তাঁকে পেতে
সকাল সন্ধ্যা রাত ভরে
ভাববো না, যা বলে লোকে
খুঁজে যাব নিরন্তর নির্ভয়ে।
দেখব না, দিগন্ত ছুঁয়ে যাওয়া
বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠে
আনন্দে ঢেউ খেলে বাতাসে।
দেখব না,গর্জণ তোলা জোয়ারে
আঁচল উড়ানো স্নিগ্ধ হাওয়া
আলো আঁধারীর লাজ ঠোঁটে
সন্ধ্যা তারা জ্বলা আকাশে।
সবুজ মোড়া পাহাড় দেখতে
তাকাব না, অবাক চোখে উত্তরে
চাইব না শরৎ সকালে পূর্ব দিকে
দেখব না লোহিত দিগন্তে সূর্যদয়ে।
দশ দিকে তাঁকে পেতে
সকাল সন্ধ্যা রাত ভরে
ভাববো না, যা বলে লোকে
খুঁজে যাব নিরন্তর নির্ভয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন